কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সমকালের কালিয়া প্রতিনিধি মশিউল হক মিটু (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।৮ মে বুধবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার কলাবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তিনি গত কয়েক বছর যাবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ৭ মে মঙ্গলবার রাত থেকে তাঁর শ্বাসকষ্ট বাড়ে এবং বুধবার সকাল থেকে প্রেসার কমে যায়। পরে রাতে তাঁর মৃত্যু হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু’পুত্র সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কালিয়া প্রেসক্লাব, নড়াইল প্রেসক্লাবসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মরহুমের বাড়ির পার্শ্ববর্তী কলাবাড়ীয়া পশ্চিমপার কারিমিয়া হাফেজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা মাঠে ৯ মে বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হয়।১৯৯২ সালে কালিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সময় থেকে তিনি সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।প্রসঙ্গত, ২০১১ সালের ৭ অক্টোবর স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে নিউজ করায় তিনি ও তার স্ত্রী রীনা বেগম নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলার শিকার হন। সেই থেকে তিনি ও তার স্ত্রী আর পুরোপুরি সুস্থ হতে পারেননি।
০৯ মে ২০২৪ ০৫:৩৮ এএম
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।নিউমোনিয়া, লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৬ মার্চ শনিবার ভোরে সেখানে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আব্দুল হাইয়ের ব্যক্তিগত সহকারী শহিদুল ইসলাম।ঝিনাইদহ-১ আসনে (শৈলকূপা) আব্দুল হাই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন থেকে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন।আব্দুল হাইয়ের জন্ম ১৯৫২ সালের পহেলা মে শৈলকূপা উপজেলার মহম্মদপুর গ্রামে। পিতা ফয়জুদ্দিন মোল্লা ও মাতার ছকিরন নেছা দম্পতির তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার ছোট তিনি।ঝিনাইদহে তিনিই প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন। ১৯৭১ সালে ভারত থেকে মুজিব বাহিনীর ট্রেনিং নিয়ে দেশে কমান্ডার হিসাবে বিভিন্ন স্থানে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন।স্বাধীনতার পর তিনি ঝিনাইদহ যুবলীগের আহ্বায়ক ও ১৯৭৩ সালে যুবলীগের মহকুমা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন পদে দ্বায়িত্ব পালন শেষে ১৯৯৮ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল হাই।পরে ২০০৫ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়া এই সংসদ সদস্য আমৃত্যু সেই দ্বায়িত্ব পালন করেছেন।স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যাওয়া এই প্রবীণ নেতার মৃত্যুর খবরে ঝিনাইদহের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
১৬ মার্চ ২০২৪ ০৫:৫৫ এএম
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রফিকুল ইসলাম তালুকদার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ....রাজেউন)।২ মার্চ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভারতের চেন্নাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি।লালানগর ইউনিয়নের আশরাফ আলী মাস্টার বাড়ির মৃত দলিলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম তালুকদার কর্ণফুলী রেয়ন এন্ড কেমিক্যালস লি. (কেআরসি) এর জিএম পদে কর্মজীবন শেষ করে অবসর গ্রহণ করেন। এরপর তিনি দুইবার রাঙ্গুনিয়ার লালানগর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।রফিকুল ইসলাম তালুকদারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। তিনি প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
০৩ মার্চ ২০২৪ ০৪:৩৩ এএম
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্জ নায়েব আলী বিশ্বাস (৮২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। নায়েব আলী বিশ্বাসের ছোট ছেলে প্রকৌশলী শরিফুল ইসলাম শরীফ নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ২০ জানুয়ারি শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে তিনি ভুগছিলেন। শনিবার রাত সাড়ে ৮টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি, উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতিসহ দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের দায়িত্বে ছিলেন। সর্বশেষ ২০২২ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি নেতাকর্মীদের ভোটে উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হন।তার মৃত্যুতে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, সদ্য সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
২০ জানুয়ারী ২০২৪ ০৭:৫৬ এএম