ক্ষেতলালে এক মাদক কারবারি আটক
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে র্যাবের অভিযানে ৩০২ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আরিফুল ইসলাম (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আটক আরিফুল ইসলাম একজন চিহ্নিত মাদক কারবারি। আরিফুল ইসলাম ক্ষেতলাল উপজেলার মাজিয়াস্থল গ্রামের আনিছুর ইসলামের ছেলে।র্যাব জানায়, ৩১ জানুয়ারি বুধবার রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় আরিফুলকে উপজেলার মাজিয়াস্থল এলাকা থেকে আটক করা হয়। পরে তল্লাশি করলে তার কাছ থেকে ৩০২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।র্যাব আরও জানায়, এ ঘটনায় ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।ক্ষেতলাল থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানা এলাকার মাজিয়াস্থল থেকে ৩০২ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আসামিকে গ্রেফতার করেছে র্যাব। পরে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।