দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার এবং অসাধুপায় অবলম্বনের দায়ে আটক ১৮ জনকে গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে।শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে আটক ৯ জন নারী ও ৯ জন পুরুষকে কোর্টে চালান দেয়া হয়। তাদের বিরুদ্ধে পৃথক ৮টি মামলা দায়ের করা হয়েছে। এর আগে শুক্রবার ৮টি কেন্দ্র থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে তাদেরকে আটক করা হয়।আটকরা হলেন দিনাজপুর জেলার সদর উপজেলার মুসলিমা খাতুন (২৮) ,মোছা. নাসরিন জাহান (২৯) ,উম্মে আলিমা (২৮) শরিফুল আলম (২৮) ,বিরল উপজেলার মো. কামরুজ্জামান (৩২) ,বিরল উপজেলার রাহেনা খাতুন (২৬) ,বীরগঞ্জ উপজেলার মো. জামিল বাদশা (৩১), মো. রাকিব (২৮), মনিরুজ্জামান (৩০) ,শেফালী রানী রায় ( ৩৩), সেতাবগঞ্জ উপজেলার মো. সায়েম মুন্না তনময় (২৯) ,হাকিমপু উপজেলার জাকিয়া ফেরদৌস (২৬), চিরিরবন্দর উপজেলার কবিতা রানী রায় (২৭), সবুজ চন্দ্র রায় (৩৪) ,বিরামপুর উপজেলার মহিদুল ইসলাম (৩২) ,নবাবগঞ্জ উপজেলার তানিয়া মস্ততারি (৩১) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার উর্মিলা আক্তার (২০) ,ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার মো. সুজন আলী (২৭)।কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানান, প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার দায়ে ১৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে মধ্যে ৯ জন নারী ও ৯ জন পুরুষ। এদের কাছথেকে ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত মাস্টারকার্ড, ব্লুটুথ ডিভাইস ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে কেন্দ্র সচিবরা বাদী হয়ে পৃথক ৮ টি মামলা করেছেন।শনিবার দুপুরে তাদেরকে কোর্টে চালান দেয়া হয়েছে।
০৯ ডিসেম্বর ২০২৩ ১১:০৯ এএম
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ অনিয়মের অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে।শুক্রবার (৮ ডিসেম্বর) পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার এবং একজনের পরিবর্তে আরেকজন পরীক্ষায় অংশ নেয়ায় সদর উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে মোট ৭জনকে গ্রেফতার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।এদের মধ্যে পরীক্ষায় কানে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করায় ৫ জন, মোবাইল ব্যবহার করার অপরার ১ জন ও বদলি হিসেবে পরীক্ষা দেয়ার অপরাধে ১জনসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়।ঘটনায় জড়িতদের আসামি করে পঞ্চগড় সদর থানায় বাদী হয়ে পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল একটি মামলা দায়ের করেছেন। পরে গ্রেফতার ৭ জনকে আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়।গ্রেফতাররা হলেন, জেলার বোদা পৌরসভার নগরকুমারী এলাকার ফারুক আহমেদের স্ত্রী রাবেয়া সুলতানা (২৯), একই উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের তাসের পাড়া এলাকার মোজাহার ইসলামের স্ত্রী মাসুমা বেগম মনিরা (২৪), উপজেলার লক্ষিপাড়া এলাকার আনন্দ রায়ের ছেলে ভাস্কর রায় (৩২), সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের খালপাড়া এলাকার শুকুর আলীর ছেলে নুরুজ্জামান (৫৫), একই উপজেলার সাতমেড়া ইউনিয়নের নুনিয়াপাড়া এলাকার আতাউর রহমানের স্ত্রী উম্মে সুবাহ সাদিয়া (২৭), দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের আদর্শপাড়া এলাকার ফজলুল ইসলামের ছেলে কবির হোসেন (৩০), আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া এলাকার হবিবর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমান।পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বণ করায় মোট ৭ জনকে বহিস্কার করা হয়েছে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
০৮ ডিসেম্বর ২০২৩ ০১:৫৯ পিএম
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ অনিয়মের অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে।শুক্রবার (৮ ডিসেম্বর) পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার এবং একজনের পরিবর্তে আরেকজন পরীক্ষায় অংশ নেয়ায় সদর উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে মোট ৭জনকে গ্রেফতার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।এদের মধ্যে পরীক্ষায় কানে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করায় ৫ জন, মোবাইল ব্যবহার করার অপরার ১ জন ও বদলি হিসেবে পরীক্ষা দেয়ার অপরাধে ১জনসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়।ঘটনায় জড়িতদের আসামি করে পঞ্চগড় সদর থানায় বাদী হয়ে পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল একটি মামলা দায়ের করেছেন। পরে গ্রেফতার ৭ জনকে আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়।গ্রেফতাররা হলেন, জেলার বোদা পৌরসভার নগরকুমারী এলাকার ফারুক আহমেদের স্ত্রী রাবেয়া সুলতানা (২৯), একই উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের তাসের পাড়া এলাকার মোজাহার ইসলামের স্ত্রী মাসুমা বেগম মনিরা (২৪), উপজেলার লক্ষিপাড়া এলাকার আনন্দ রায়ের ছেলে ভাস্কর রায় (৩২), সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের খালপাড়া এলাকার শুকুর আলীর ছেলে নুরুজ্জামান (৫৫), একই উপজেলার সাতমেড়া ইউনিয়নের নুনিয়াপাড়া এলাকার আতাউর রহমানের স্ত্রী উম্মে সুবাহ সাদিয়া (২৭), দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের আদর্শপাড়া এলাকার ফজলুল ইসলামের ছেলে কবির হোসেন (৩০), আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া এলাকার হবিবর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমান।পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বণ করায় মোট ৭ জনকে বহিস্কার করা হয়েছে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
০৮ ডিসেম্বর ২০২৩ ০১:৫৯ পিএম
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। ৬ ডিসেম্বর বুধবার গভীর রাতে শহরের নতুন বাজার সিঙ্গার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।আটকরা হলো, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কিশমত বটতলা খুটামারা এলাকার আমির আলীর ছেলে সম্রাট মিয়া (১৯) ও একই এলাকার মোবারক হোসাইনের ছেলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী আবুল কালাম আজাদ (২০)।পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পার্বতীপুর শহরের সিঙ্গারমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত ৯টি ব্লুটুথ ডিভাইস, ৯টি মাইক স্পাই ইয়ারফোন, ৩টি মোবাইল ফোন, স্পাই ইয়ারফোনে ব্যবহৃত ব্যাটারি ও নগদ টাকা উদ্ধার করা হয়।অভিযানে পার্বতীপুর থানার ওসি আবুল হাসনাত খানসহ আভিযানিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষায় এসব ডিভাইস ব্যবহৃত হতো।
০৭ ডিসেম্বর ২০২৩ ১১:৪৬ এএম