গাইবান্ধায় পিস্তলসহ গ্রেফতার ৩
নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধায় অবৈধ অস্ত্রসহ তিন অপরাধীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছে থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।১৪ মার্চ বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার ১০নং ঘাগোয়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ১৫ মার্চ শুক্রবার দুপুর ১২টায় গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. কামাল হোসেন।সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, 'গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার উত্তর ঘাগোয়া সরকারপাড়া গ্রামের জাকির হোসেন ওরফে জাফরুলের দড়জা জানালা বিহীন নির্মাণাধীন একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভবনের উত্তরের ফাঁকা কক্ষের মেঝের বালুর নিচে থেকে প্লাস্টিকের বয়ামের মধ্যে সংরক্ষিত সাদা পলিথিনে মোড়ানো কালো রংয়ের একটি দেশীয় এক নলা বিশিষ্ট বন্দুক (ওয়ান সুটার গান) ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় আসামি আসাদুজ্জামান হিরুকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তার স্বীকারোক্তি অনুযায়ী আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়।তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ১৮৭৮ সালের আর্মস অ্যাক্ট ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে আদালতে পূর্বের বিভিন্ন অপরাধের আরও চারটি মামলা চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।আটকরা হলেন, ১০নং ঘাঘোয়া ইউনিয়নের উত্তর সরকারপাড়া গ্রামের মৃত নুরনবী মিয়ার ছেলে আসাদুজ্জামান হিরু (৫৫), পার্শ্ববর্তী দাড়িয়াপুর গ্রামের মৃত আসমত মিয়ার ছেলে মোজাম্মেল (৫২), উত্তর ঘাগোয়া সরকারপাড়া গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে খোকা মিয়া (৬০)।এ সময় পুলিশ সুপার কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন (ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতিময়, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান সরকারসহ অনেকেই উপস্থিত ছিলেন।