ঝিকরগাছায় দেড় বছরের শিশু নিখোঁজ
যশোর (দক্ষিণ) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় মারিয়া খাতুন নামে দেড় বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। ১০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ওই শিশুর কোনো খোঁজ পাওয়া যায়নি।নিখোঁজ মারিয়া খাতুন ঝিকরগাছা উপজেলার দেওলি গ্রামের মহিনুর রহমানের মেয়ে।এলাকাবাসী ও পরিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোম্বর সোমবার সকাল ১০টার দিকে শিশু মারিয়া বাড়ির পাশে রাস্তায় খেলা করছিলো। সেখান থেকে আর বাড়িতে ফেরেনি। আত্মীয়-স্বজনসহ পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। শিশু মারিয়া নিখোঁজ হওয়ার আগে কিছু যুবক বাড়িতে এসেছিলো ভিক্ষা করতে। তার পর থেকে শিশুটি নিখোঁজ হয়েছে বলে জানান তারা।স্থানীয় ইউপি সদস্য হুমায়ন কবির বলেন, শিশু হারিয়ে যাওয়ার খবর পেয়ে তার পরিবারকে ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছি। শুনেছি, গ্রামে কিছু যুবক ভিক্ষা করতে এসেছিলো, তার পর থেকে শিশুটি নিখোঁজ।তিনি আরও বলেন, শিশু মারিয়ার বাড়ি বেত্রাবতী নদীর ধারে হওয়ায় ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেও যেতে পারে। এ জন্য ঝিকরগাছার ফায়ার সার্ভিস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে উদ্ধার কাজ চালিয়েছে। কিন্তু মারিয়ার কোনো খোঁজ মেলেনি বলে জানান তিনি।ঝিকরগাছার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন বাবু চৌধুরী জানান, ঝিকরগাছা থানার ওসি স্যারের নির্দেশে দেওলি গ্রামে বেত্রাবতী নদীতে একটি শিশু ডুবে গেছে। খবর পেয়ে আমরা খুলনা থেকে ডুবুরী নিয়ে এসে সকাল থেকে নদীতে উদ্ধার অভিযান চালাই।ঝিকরগাছার থানার ওসি সুমন ভক্ত বলেন, শিশু নিখোঁজের ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। খবরটি শোনার পর আমরা স্বেচ্ছায় উপস্থিত হয়ে এ বিষয়ে তদন্তের কাজ চালাচ্ছি। পাশাপাশি আমরা উদ্যোগ নিয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দেই। যেহেতু বাড়ির পাশে নদী আছে। পরিবারের কেউ বলতে পারছে না। পানিতে পড়েছে নাকি হারিয়ে গেছে। আশা করা যায়, দ্রুতই শিশুটি উদ্ধার হবে।