চট্টগ্রামে ফ্ল্যাট বাসায় মদ তৈরি, নারীসহ আটক ৩
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে মদের কারখানায় অভিযান পরিচালনা করে এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। ১২ মার্চ মঙ্গলবার রাতে নগরের পতেঙ্গা থানার স্টিল মিল বাজারের নুরুন্নবী গলির একটি ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে এই অভিযান পরিচালনা করা হয়।আটকরা হলো, রিপন চাকমা (২২), লিখি চাকমা (২২) ও নতুন চাকমা (২৩)।অভিযানকালে ওই বাসা থেকে ৩টি ড্রাম ও একটি চটের বস্তার ভেতর থেকে ৪১০ লিটার দেশীয় তৈরি মাদকদ্রব্য চোলাই মদ এবং মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত পৌনে বারটার দিকে গোপন সংবাদের ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তারা বাসা ভাড়া নিয়ে দেশীয় চোলাই মদের কারখানা গড়ে তুলেছিলেন।তিনি বলেন, প্রশাসন ও সাধারণ মানুষের নজর এড়াতে ফ্ল্যাট বাসায় এই কারখানা করা হয়েছে। তারা স্বীকার করেছেন তৈরি করা মদ নগরের বিভিন্ন স্থানে সরবরাহ করা হত।তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।